Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সোনাবর এস,বি আদর্শ মহাবিদ্যালয়
স্থান
পার্বতীপুর, গোমস্তাপুর
বিস্তারিত

সোনাবর এস,বি আদর্শ মহাবিদ্যালয়টি ২০/০৪/১৯৯৫ইং সালে স্থাপিত হয়।

 

অবহেলিত পশ্চাৎপদ এই বরেন্দ্র এলাকার চারিদিকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে। দারিদ্র এতদাঞ্চলের মানুষের নিত্য সংগী। সংখ্যাগরিষ্ট মানুষ কৃষি ভিত্তিক জীবিকা নির্বাহ করে। আশেপাশে ১০/১২কি:মি: এর মধ্যে কোন কলেজ না থাকায় অত্র এলাকার জনসাধারণ উচ্চ শিক্ষা হইতে সম্পূর্ণরূপে বঞ্চিত ছিল।

 

এমতাবস্থায় গত ২০/০৪/১৯৯৫ইং তারিখে শিক্ষা প্রসারের লক্ষে পার্বতীপুর ইউনিয়নের ১৪২জন গন্যমান্য শিক্ষানুরাগী জনসাধারণের উপস্থিতিতে জনাব আলহাজ্ব মো: মোজাম্মেল হক সাহেবের (সমেশপুর-আড্ডা) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বতীপুর এসবি(সোনাবর) আদর্শ মহাবিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং জনাব মো: আব্দুস সালাম সাহেব (পার্বতীপুর-হাটখোলা) কে সভাপতি ও জনাব মো: আবু বক্র (প্রধান শিক্ষক, সোনাবর উচ্চ বিদ্যালয়) কে সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

অত:পর তাঁদের এবং এলাকার সর্বস্তরের জনসাধারণের আর্থিক সহযোগিতায় ও ঐকান্তিক প্রচেষ্টায় এবং মূলত: কলেজের অধ্যক্ষ ও তরুণ শিক্ষক/কর্মচারীবৃন্দের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে প্রয়োজনীয় শর্তাদি পূরণ সাপেক্ষ্যে মহাবিদ্যালয়টি রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক ১৯৯৫ইং সনে মঞ্জুরীপ্রাপ্ত ও কোড ভুক্ত হয় এবং ২০০০ইং সনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এম.পি.ও ভুক্ত হয়।

 

সাম্প্রতিক বরেন্দ্র এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটায় এবং মহাবিদ্যালয়টি ৪টি উপজেলার যথাক্রমে গোমস্তাপুর, পোরশা, নিয়ামতপুর, নাচোল থানার মিলন মোহনায় অবস্থান হওয়ায় ইহার ভৌগলিক অবস্থান আর্কষণীয় হইয়াছে এবং বরেন্দ্র এলাকার উপরে উল্লেখিত ৪টি উপজেলারই বিস্তির্ন অগণিত ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ এখন দ্বারপ্রান্তে।

 

প্রতিষ্ঠাকালীন সময় হইতে সুষ্ঠ ব্যবস্থাপনা, ভাল পাঠদান এবং সন্তোষজনক ফলাফল অর্জনের জন্য বিভিন্ন সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে সুনজরে পড়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হইতে একাডেমিক ভবন এবং জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ হইতে একটি ভবন অর্জনসহ অদ্যাবধি উন্নয়নের ছোঁয়া অব্যাহত রহিয়াছে।